কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্য়ার সম্পর্কিত সমস্যার সমাধান

সিলেট সুরমা:::::::::::::::  আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম টিউনের ১১ থেকে ২০ পযর্ন্ত শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আর কেউ যদি কম্পিউটার নিয়ে সমস্যায় থাকেন তবে এই টিউনটা পড়ার পর মনে হয়না তিনি আর সমস্যায় থাকবেন। 11. মনিটর ঝাপসা বা ছবি কাঁপলে কি করতে পারি? আমাদের সমাধান: যদি মনিটর ঝাপসা মনে হয় বা এটি কাঁপতে থাকে তাহলে বুঝতে হবে মনিটর ও গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেটে অসামঞ্জস্য আছে। যদি উইন্ডোজ লোড হওয়াকালীন এই সমস্যা হয় তাহলে বুঝবেন মনিটরের রিফ্রেশ রেট ভুলভাবে সেটিংস করা হয়েছে। এমতাবস্থায় সিস্টেম বুট হবার … Continue reading কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্য়ার সম্পর্কিত সমস্যার সমাধান